


সম্মানিত সদস্য, ভাবিগন এবং আদরের সোনামনিরা
সবাইকে সাগা বাংলাদেশ সমিতির পক্ষ থেকে সুভেচ্ছা।
সিঙ্গারা, ডাল পুরি, রসগোল্লা এবং আরও কিছু...। আপনারা শুনে খুশি হবেন যে, জীভে পানি এনে দেওয়ার মত এসব খাবারগুলো তৈরি এবং ভোজন করার জন্য বিষেশ আয়োজন করা হয়েছে। আয়োজনে সাগা বাংলাদেশ সমিতি এবং সারবিক তত্তাবধানে সাগায় বসবাসরত ভাবিগন। আসুন সমবেত হই হনজো কমিনকানে। উপভোগ করি আমাদের বাংলাদেশ এর এসব ঐতিহ্যবাহী খাবারগুলো। আগামি ৭ই জুন (রবিবার) দুপুর ২টা ৩০ মিনিট থেকে আমাদের রসনা বিলাসের এই অভিযান শুরু হবে এবং শেষ হবে রাত ৯ টা ৩০ মিনিটে। সবাইকে অংশগ্রহন করার জন্য বিষেশভাবে অনুরোধ করা হচ্ছে।
সবাইকে ধন্যবাদ জানিয়ে
সাবাস এর পক্ষ থেকে
মোঃ আজাদ হোসেন হিরন
3 comments:
রবিবার আসতে আর কয়দিন বাকি?
আরিফ
Amar to ekhon ei khete iccha korche...
Sathe rosmalai o khete chai..
e-picture diye kaaj hobe na, ashole jinish chai.
(biplob)
Post a Comment