আসুন সবাই মিলে বাংলাদেশ এর শীতার্তদের সাহায্যের জন্য এগিয়ে আসি
সাগায় বসবাসরত সকল বাংলাদেশীদের শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশ এ অনেক গরিব মানুষ বসবাস করে যাদের শীতের পোষাক কেনার সামর্থ থাকেনা। প্রতি বছর অনেক মানুষ শীতের কারনে প্রান হারায়। আসুন আমরা সবাই মিলে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসি।
আপনাদের বাসায় ব্যবহার করা হয়না এমন কাপরচোপর থাকলে সেগুলো পৌছে দিন হিরন এর বাসায় আগামি ৩১শে অক্টোবর এর মধ্যে। সব সংগ্রহ করে বাংলাদেশ এ পাঠানো হবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো বাঁচাতে পারে অনেকের জীবন।
বিঃ দ্রঃ কাপর গুলো ধুয়ে দিলে ভালো হয়।
No comments:
Post a Comment