সাকিব উইজডেনের বর্ষসেরা টেস্ট খেলোয়াড়
ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাকিব আল হাসানকে ২০০৯ সালের সেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে ক্রিকেটের বাইবেল বলে খ্যাত উইজডেন। যুক্তরাজ্যের এ সাময়িকী বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। বাংলাদেশ দলের সহ অধিনায়ক সাকিব এর আগে আইসিসির র্যাঙ্কিংয়ে একদিনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার নির্বাচিত হন। উইজডেনের র্যাঙ্কিংয়ে সাকিব ৭ দশমিক ৯৫ পয়েন্ট নিয়ে এ বছরের সেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হন। ৭ দশমিক ৬৩ পয়েন্ট নিয়ে সাকিবের পেছনে রয়েছেন ভারতের গৌতম গম্ভীর।
No comments:
Post a Comment