Friday, September 18, 2009

ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ!!!!

হে ক্রিকেট পাগল জনতা
অগ্রীম ঈদ শুভেচ্ছা ।আসুন এবারের ঈদের লম্বা ছুটি উপভোগ করি ক্রিকেট খেলার আনন্দে মেতে। ঈদের তৃতীয় দিন আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচ এর । সুচী নিচে দেওয়া হল ।

স্থানঃ সাগা ইউনিভার্সিটি খেলার মাঠ।

সময়ঃ সকাল ১০ টা।


ভাই, ভাবী এবং আমাদের আদরের শিশুমনিরা সবাই আমন্ত্রিত। সবার জন্য দুপুরের খাবার এবং পর্যাপ্ত পানীওর ব্যাবস্থা করা হবে। খেলোয়াড় ভাইদেরকে Md. Azad Hossain Hiron এর কাছে ৫০০ ইয়েন ফি জমা দিয়ে রেজিষ্ট্রেশন করতে বলা হচ্ছে। রেজিষ্ট্রেশন এর শেষ সময় ২০/০৯/২০০৯।

এই ঈদ প্রীতি ক্রিকেট ম্যাচকে আনন্দ ঘন করে তোলার জন্য সকলের অংশগ্রহন বিশেষ ভাবে কাম্য।

ist2_8661618-cricket-bowler

Cartoon_Man_Playing_Cricket_Royalty_Free_Clipart_Picture_090517-190631-873042

448016658_bfe02e3d36

No comments: