২০০৮ সালের ৩১ আগষ্ট এই কমিটি গঠিত হয়। সকলের সহযোগীতায় এই কমিটি নিম্নবর্নিত কার্যবলি সম্পাদন করে।
১। সম্মিলিতভাবে ঈদ-উল-ফিতর উদযাপন। আকামাতসু কমিনকান, ১লা অক্টোবর, ২০০৮।
২। বাংলাদেশ থেকে সাগায় আগত নবীনদেরকে সাবাস এর পক্ষ থেকে বরন। জুনাইন কোএন, ১৩ অক্টোবর, ২০০৮।
৩। জনাব মামুন সাহেব এর আর্থিক সাহায্যের জন্য তহবিল সংগ্রহ। ৮ই নভেম্বর ২০০৮।
৪। সাগা বিশ্ববিদ্যা্লয় এর Open Campus অনুষ্ঠানে স্টল প্রদর্শন এবং সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ এর সংক্ষিপ্ত পরিচিতি (অবস্থান, সংস্কৃতি, খাবার দাবার ইত্যাদি ) অনুষ্ঠানে অংশ গ্রহনকারী জাপানীজ এবং অন্যান্য দেশবাসীর সামনে তুলে ধরা। ওগি পার্ক, ১৬ নভেম্বর ২০০৮।
৫। সম্মিলিতভাবে ঈদ-উল-আযহা উদযাপন। নিশিন কমিনকান, ৮ ডিসেম্বর , ২০০৮।
৬। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং আন্তত্যাগকারী দের স্বরনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে বিজয় দিবস পালন। সাগা বিশ্ববিদ্যা্লয়, ১৬ ডিসেম্বর , ২০০৮।
৭। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে International student center এর সামনে বিলবোর্ড স্থা্পন এবং জাপানীজ অতিথীদের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর ইতিহাস ও পরিচিতি তুলে ধরে অনুষ্ঠান পালন ও শহীদদে্র জন্য দোআ পালন। কোনো কমিনকান, ২১ ফেব্রুয়ারী ২০০৯।
৮। মার্চ ২০০৯ এ যারা জাপান ছেড়ে বাংলাদেশ এ প্রত্যাবর্তন করেছেন তাদের জন্য বিদায় অনুষ্ঠান আয়োজন। সেই সাথে এই সেমিস্টা্রে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি সমাপ্তকারিদেরকে অভিনন্দন জানানো।তেনইউ দানচি কমনকান, ১৪ মার্চ ২০০৯।
৯। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং আন্তত্যাগকারী দের স্বরনে সংক্ষিপ্ত সভার মাধ্যমে স্বাধীনতা দিবস পালন। সাগা বিশ্ববিদ্যা্লয়, ২৬ মার্চ ২০০৯।
১০। সম্মিলিতভাবে বাংলা নববর্ষ ১৪১৬ পালন। শিনরিন পার্ক ১৮ এপ্রিল ২০০৯।
১১। বাংলাদেশ এর ঐতিহ্যবাহী খাবার সিঙ্গারা, ডাল পুরি, রসগোল্লা ইত্যাদি বানানো এবং ভোজন করার জন্য রসনা বিলাস এর আয়োজন। হনজো কমিনকান, ৭ জ়ুন ২০০৯।
১২। সবাইকে নিয়ে বনভোজন এর উদ্দেশ্যে তাকেও শহরে গমন এবং খাবার খাওয়া ও আড্ডার আয়োজন। তাকেও, ২০ জ়ুন ২০০৯।
১৩। বছরের বিভিন্ন সুস্বাদু ফল দিয়ে বার্ষিক ফল উত্সব ও BBQ এর আয়োজন। শিনরিন পার্ক ও সাগা বিশ্ববিদ্যা্লয়, ২৫ জ়ুলাই, ২০০৯।
১৪। বার্ষিক সাধারন সভার আয়োজন ও নতুন কমিটি তৈরিতে সাহাষ্য করা। সেই সাথে এই সেমিস্টা্রে ডক্টরেট ডিগ্রি সমাপ্তকারিকে অভিনন্দন জানানো। হনজো কমিনকান, ১৫ আগষ্ট ২০০৯।
এছাড়া বিভিন্ন সময়ে সম্মানিত সদস্যদের পরিবারের সদস্যদের সমতির পক্ষ্য থেকে স্বাগত জানানো, ছোট মনিদের জন্মদিন, সম্মানিত সদস্যদের বিবাহ বার্ষিকী পালন ইত্যাদিতেও কমটির সদস্যবৃন্দ অংশগ্রহন ও তাদের উপর অর্পিত দায়িত্ত পালনের চেষ্টা করেছে।
সাবাস এর গত (2008-09 বর্ষের) কার্যনির্বাহী কমিটির পক্ষে
মোঃ আজাদ হোসেন হিরন
সাগা বাংলাদেশ সামিতি, সাবাস
No comments:
Post a Comment