
সম্মানিত সদস্য, ভাবিগন এবং আদরের সোনামনিরা
অত্যান্ত আনন্দের সাথে জানান যাচ্ছে যে, সাগা বাংলাদেশ সামিতি বনভোজন-২০০৯ এর আয়োজন করতে যাচ্ছে। সময় এবং সূচী নিচে দেওয়া হলো। আপনারা সকলে আমন্ত্রিত।
তারিখঃ ২০শে জুন ২০০৯
রোজঃ শনিবার
স্থানঃ কিনরিও পার্ক
সকাল ৯ টার মধ্যে সবাই কাইকান এ সমবেত হয়ে আমরা কিনরিও পার্ক এর উদ্দেশ্যে রওয়ানা হব। সেখানে পৌছে সকালের নাস্তা করব। তারপর দুপুরের খাবার রান্না এবং ভোজন করা হবে ।
সমাপ্তিঃ সবার মতামত সাপেক্ষে।
বনভোজন কে সফল এবং আনন্দময় করে তোলার জন্য সবার সানন্দে উপস্থিতি এবং আন্তরিক সহযোগি্তা একান্তভাবে কাম্য।
সবাইকে ধন্যবাদ জানিয়ে
সাবাস এর পক্ষ থেকে
মোঃ আজাদ হোসেন হিরন
No comments:
Post a Comment